
সিরাজগঞ্জ বাস- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ নিহত তিন
সিরাজগঞ্জের নলকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন,উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু(৫০),সদর থানার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখ এর স্ত্রী ডলি আক্তার(২৫) ও তার ৭ মাস বয়সী শিশু নিহাল শেখ। নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বাসটি আটক করে থানায় আনা হয়েছে।