
—ছবি মুক্ত প্রভাত
প্রধান শিক্ষকদের জরুরী নির্দেশনা দিয়েছে ঢাকা মাধমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। মূলত ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবাইয়ে চিহিৃত ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৭ জৃলাইয়ের মধ্যে ভুল সংশোধনের প্রস্তাব নির্ধারিত ইমেইলে ছক অনুযায়ী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি থেকে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগেুলোকে নির্ধারিত ছক ১২ ফর্ম অনুযায়ী সংশোধনের প্রস্তাব প্রস্তুত করতে হবে এবং তা হার্ড কপির পাশাপাশি সফট কপিও ইমেইলে পাঠাতে হবে।
এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে। এই চিঠির লক্ষ্য হলো পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষকদের পাঠ্যবইয়ে চিহিৃত ভুলগুলো নির্ধারিদ ছকে উপস্থাপন করে তা দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।