
—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন৷
শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম ঠিকানা পাওয়া গেছে, তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগরপাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নামপরিচয় পাওয়া যায়নি।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয় অন্তত ১০ জন। এ ঘটনায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।