
—ছবি মুক্ত প্রভাত
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ (৩ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫ টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হল রুমে এই কর্মসূচি শুরু হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান।
কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - ড্যাব এর নাসিরনগরের নেতৃবৃন্দ।
বিকাল ৫ টা থেকে চেয়ারম্যান মার্কেটে নানান শ্রেণী পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন। ক্যাম্প থেকে কিছু কিছু রোগের ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাসিরনগর উপজেলা বিএনপির নেতা আজিজুর রহমান চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজের ড্যাবের নেতা ডাঃ মাসুক আল মারজান মারুফ, ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক এড আরাফাত আলী, মৎস ও তাঁতী
বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ছোয়াব, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন বি এন পির সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতারাও উপস্থিত ছিলেন।