
—ছবি মুক্ত প্রভাত
দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই নির্দেশনার আওতায় থাকবে কলেজও।
বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। মাউশির জারি করা আদেশে বলা হয়েছে, এ সংক্রান্ত চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতিবছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করেছে। এদিন ছুটি থাকবে। এই তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর সূত্রোক্ত পরিপত্রের ক শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।