
—ছবি সংগৃহিত
কতটুকু অশ্রু ঝরালে
তাকে বলে কান্না
কতটুকু রক্ত ক্ষরন হলে
তাকে বলে যন্ত্রনা
কতটুকু ব্যথা পেলে
পাথর হয় হৃদয়
কতটুকু ভালোবাসলে
ভালোবাসতে ভয় হয় আবার
কতটুকু আঘাতের পরে
পায়না কেউ ক্ষমা
কতটা দহনের পরে
হারায় কেউ
ফিরে আসার
সেই ছোট্ট সুখের ঠিকানা
ঠিক কতটা?
তুমি জানোনা
তোমার দেয়া দহনের
ঠিক কতটা তীব্রতা
কতটা? ঠিক কতটা?
৮.৯.২১
রাজশাহী