
—ছবি মুক্ত প্রভাত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুুন মাসের বেতন ইএফটিতে পাঠানোর জন্য এমপিওশিট সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে এই শিট সাবমিট করতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান তালিকায় নেই সেসব প্রতিষ্ঠান আগের মতো জুন মাসের বেতন ভাতা পাবেন।
বৃহস্পতিবার (৩জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, কারিগরির এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন ভাতা ১০ জুলাইয়ের মধ্যে টিএমআইএস সফটওয়্যারে সাবমিট করার জন্য নির্দেশশ দেওয়া হলো।
এই সময়ের মধ্যে বেতন ভাতা সাবমিট করতে কোনো অসুবিধা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলে যোগযোগ করতে হবে।
আরো বলা হয়েছে, জুলাই মাস থেকে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচালদের ইএফটিতে বেতন ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।