
—ছবি সংগৃহিত
জোছনা রাতে পথের মোড়ে কথিত বিশালাকৃতির এক ভূতের ছায়া দেখে রিতিমতো ভয়ে জরোসরো পথচারী আর সেই পথে না গিয়ে ফিরে এসেছেন। দিনের আলোয় গল্প করেছেন গ্রামের অন্যদের সঙ্গে। সেই থেকে ‘ভূতের ভয়ে’ রাতের আধাঁরে আর এই পথে মানুষ চলাচল করেন না।
হঠাৎ একদিন বিশাল এই ভূতটি দেখার জন্য গ্রামেরই এক ব্যক্তি গিয়ে দেখেন সেটি ছিল মরা একটি কলাগাছের অংশ। অথচ এতো দিন চাউর হয়েছে ‘ভূতের ভয়’।
তেমনই এক ‘ভূতের ভয়’ই কী বাংলাদেশ ক্রিকেট টিমের ওপর জেঁকে বসেছে। শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ একটি স্বদেশী গানের কথাও মনে করিয়ে দিয়েছে- ‘একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ’। সত্যিই একটি চোখের পলক পড়তেই একটি উইকেট ক্ষুইয়েছেন মেহেদী মিরাজরা।
তিনশ রানের আধুনিক ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ১৬৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। সেই রান তারা করতে নেমে ৩০ রানের মধ্যে ১ উইকেট পড়ে।
পরের জুটিতে তানজিদ তামিম আর নাজমুল হাসান শান্ত নিয়ে গেছেন শতকের কাছাকাছি। এরপর সেই ভূতের ভয় ভর করেছে। চোখের পলকে ১০৩ রানেই বাংলাদেশ হারিয়েছে ৮ উইকেট। এরপর ভূত খুঁজতে গিয়ে জাকের হাসান অনিক শেষ উইকেট জুটিতে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে ফিফটি পার করেছেন। বাংলাদেশ হেরেছে ৭৭ রানে।