
—ছবি মুক্ত প্রভাত
শিক্ষকদের নিয়ে নতুন এক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ওই নির্দেশনায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০১৯ সালের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
রোববার প্রতিষ্ঠান ও দপ্তর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জানানো যাচেছ যে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। অতেএব সংশ্লিষ্ট সবাইকে ওই নির্দেশনা যথাযভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো।