
—ছবি মুক্ত প্রভাত
জামিরতা গ্রামের দুই শিক্ষানুরাগী প্রজাদরদী জমিদার ভ্রাতা জগবন্ধু ভাদুড়ী ও দীনবন্ধু ভাদুড়ী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁদের নিজস্ব জমিতে ১৯০০ সালে বিদ্যালয় দুটি স্থাপন করেন।
শাহজাদপুর থানার পোরজনার প্রখ্যাত জমিদার রামগোপাল ভাদুড়ীর কনিষ্ঠ পুত্র রত্নগোপালের দুই পুত্র জগবন্ধু ও দীনবন্ধু ভাদুড়ী পোরজনার নিকটবর্তী জামিরতা গ্রাম পত্তনি নিয়ে সেখানে বসবাস করেছেন।
জামিরতা উচ্চ বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু কালিকলম স্যানাল। তিনি ১৯২২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তাঁর পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন নলিনীকান্ত গোস্বামী।
তিনি ১৯৩৬ সাল পর্যন্ত এ পদে দায়িত্বরত ছিলেন। এরপর ১৯৫৬ সালে শেখ মো: নজির হোসেন নামে একজন মুসলিম বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মো: মোজাম্মেল হক ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত এ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিদ্যালয়টিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশবরেণ্য অনেক জ্ঞানীগুণী প্রখ্যাত ব্যক্তিরা এই স্কুল দুটিতে পড়াশোনা করেছেন।