
—ছবি মুক্ত প্রভাত
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বৃহস্পতিবার ২৬ জুন সকাল ১১টায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব সাইয়িদ হাসান, পদুমশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ।
জেলা প্রশাসক পরিদর্শনের সময় সেবা গ্রহণ করতে আসা রোগী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে জানা যায়, উক্ত স্বাস্থ্যকেন্দ্রে এসকেএস এর অর্থায়নে পরিচালিত 'মমতা' প্রকল্পে নিয়োজিত একজন মিডওয়াইফ ও একজন আয়া কর্মরত আছেন, যাদের প্রকল্প মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন ২০২৫। ফলে নির্ধারিত সময় পর তাদের বেতন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয় এই দুইজন কর্মীকে পূর্বের মতই কাজ চালিয়ে যেতে বলেন এবং আশ্বস্ত করেন যে, তাদের বেতন জেলা পরিষদের অর্থায়নে দেওয়া হবে।
এছাড়াও তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি বেড, ডপলার মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দ্রুতই সরবরাহ করা হবে, যা এই এলাকার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
পরে জেলা প্রশাসক পদুমশহর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়নের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এই পরিদর্শন ও তাৎক্ষণিক সিদ্ধান্তে পদুমশহর ইউনিয়নের জনগণ উপকৃত হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা ঘটবে।