
-ছবি সংগৃহিত
টাইগার দেওয়া পাহাড়সম রান তারা করতে নেমে এক সাকিবেই টালমাটাল আইরিশ শিবির। ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ ওভার শেষে ৯ উইকেটে ১২৪ রান তুলতে পেরেছে আয়ারল্যান্ড।
লক্ষ্যটা বড় হওয়ায় ম্যাচের ফলাফল আগেই মোটামুটি অনুমান করা গিয়েছিল। যা অনুমান তাই হলো।
ওয়ানডেতে বড় বনে গেছে বাংলাদেশ। এটি অনেক দিন আগে থেকেই। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশের হঠাৎ বদলে যাওয়া। এই বদলে যাওয়াকে আপনি যেভাবেই দেখেন না কেন-বর্তমান সময়ে সব বিভাগেই চমক দেখাচ্ছেন লিটন, রনি,সাকিব, তাসকিনরা। ব্যাটে যেমন ফুল ঝড়ছে। তেমনি বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন বাংলাদেশের তিন পেশার তাসকিনরা। তবে এই বদলে যাওয়ার পেছনে কারণ তো অব্যশই আছে। কী সেই কারণ। আগের মেয়াদেও অনেক কিছুই বদলে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার আবার দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করেছেন। অল্প কয়দিনের এই পরিবর্তন সত্যি চোখে পড়ার মতো। এখন ওয়ানডের পাশপাশি টি-টোয়েন্টিতেও দাপুটে দল হয়ে ওঠেছে বাংলাদেশ। ঘরের মাঠে এরআগেও ভালো করেছে। কিন্তু ইংল্যান্ড আর আয়ারল্যান্ডে বিপক্ষে সাফল্য যেভাবে এসেছে, সেটার প্রশংসা সবার মুখে মুখে। বিস্তারিত আসছে....