
—ছবি সংগৃহিত
ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলৗভাবে ইসরায়েলের প্রতিরক্ষ ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরী উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটি পাশে বড় ধরণের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।
ইসরায়েলের জরুরী সেবা সংস্থা মাগেন ডেভিট আডম (এমএডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারও খোঁজ পায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি করে ইসরায়েলি বাহিনীর।
তবে যুদ্ধের বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলের অপূরণীয় ক্ষতি হয়েছে।