
—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে তারেক জিয়া পরিষদের কর্মী সমাবেশ। শনিবার (২১ জুন) বিকেল ৩টায় উল্লাপাড়া পৌর তারেক জিয়া পরিষদের উদ্যোগে উল্লাপাড়া কাঁচা বাজার সংলগ্ন উপজেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা তারেক জিয়া পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম মিষ্টার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (সন্টু), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।