
—ছবি সংগৃহিত
বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে থেকে গল টেস্টর তৃতীয় দিনটা শেষ করেছে শ্রীলঙ্কা। ১৫ মিনিট আগে শুরু দিনটা শ্রীলঙ্কা শেষ করেছে ৪ উইকেটে ৩৬৮ রান তুলে।
এর আগে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংসে থাকে ৪৯৫ রানে।
শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা।