
—ছবি মুক্ত প্রভাত
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিনে ইউ.এন.ও হা-মীম তাবাসসুম প্রভা সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড.ভবসিন্ধু রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উম্মে ছালমা আকতার ও কৃষিবিদ নুসরাত সাদিয়া শারমীন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী খাদেমুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী গণ।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ ও অর্থনৈতিক সম্ভাবনা ও নিরাপদ বিষ মুক্ত ফল খাওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রতিটি মানুষকে ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান। মেলায় প্রায় ৫০ ধরনের বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়।