
ব্রহ্মপুত্রে আবারো ভাঙ্গনের তীব্রতা; বিলীন শতশত একর জমি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি কমার সাথে সাথে আবারো নদী ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। গত ৩দিনের ভাঙ্গনে ৫০টি বসতবাড়ি শতশত একর ফসলী জমি নার্সারী বাগান, রাস্তা-ঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ারখাতা, গোরারকুঠি, চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো অতিকষ্টে দিনাতিপাত করছে। বজরাদিয়ারখাতা এলাকার নদী ভাঙ্গনের শিকার মোঃ মোখলেছুর রহমান জানান, গত ৩ দিনের ভাঙ্গনে ৩০টি বসত বাড়ি, রাস্তাঘাট এবং তার ২ একর জমির নার্সারী বাগান, বেগুন খেত, মরিচের খেত নদীগর্ভে বিলীন হয়েছে।
বর্তমানে বাড়ি ঘর সরিয়ে পরিবার পরিজনসহ অন্যের যায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এ পর্যন্ত সরকারি সাহায্য সহযোগিতা পাইনি। কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাকাত হোসেন জানান, নদের পানি কমায় ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়ে গত কয়েকদিনে এ এলাকার ২০টি বাড়ি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা ও মসজিদ বিলীন হয়ে গেছে।
ভাঙ্গনের শিকার গৃহহীন লোকজন বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নয়ারহাট ইউনিয়নের প্রশাসক, সবুজ কুমার বসাক জানান, ইতোপূর্বে যারা নদীভাঙ্গনের শিকার হয়েছেন তাদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যের নিকট তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে সাহায্য প্রদান করা
হবে। ওই এলাকার ভাঙ্গন রোধে পাউবোকে অবহিত করা হয়েছে।