
অনুসন্ধানে জানা গেল সাজিদ হত্যার ঘটনা
গোবিপ্রবি শিক্ষার্থী (মার্কেটিং বিভাগ এর সাজিদ হতে পারে) কে গু*লি করা হয়েছে। যতটা জানা গেছে তা হলো, সাজিদ রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে।
তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র ভিক্টিম বিষয়টি আচ করতে পেরে রিক্সা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়।
কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু'জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।