
সিরাজগঞ্জে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অনশন
সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের শ্যামনগর গ্রামে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান নেন ওই নারী। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী তানজিলা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সে সময়ই পরিচয় হয় শ্যামনগর গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তানজিলা আক্তারের অভিযোগ, উজ্জ্বল তাকে মুসলিম হয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিভিন্ন সময় মোটরসাইকেল কেনা ও নানা প্রয়োজনে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন উজ্জ্বল। এখন বিয়ের কথা বললে তিনি সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।
তানজিলার ভাষ্য, বিয়ের আশ্বাস দিয়ে সে আমাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এখন কোনো খোঁজ নেয় না, তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন করছি। এ বিষয়ে কথা বলতে চাইলে উজ্জ্বল চন্দ্র বলেন, মেয়েটির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।