
যৌথ বাহিনীর অভিযানে অতিরিক্ত ভারা বন্ধ
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর সহায়তায় ম্যাজিস্ট্রেট বন্ধ করলেন বাসের অতিরিক্ত ভাড়া আদায়। ১১ জুন ২০২৫ রাণীশংকৈল আর্মি ক্যাম্প, রাণীশংকৈল ও নেকমরদ বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়ে তথ্য পায়।
পরবর্তীতে, উল্লিখিত স্থানে অদ্য রাত ১১০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাণীশংকৈল, জনাব শফিউল মাজলুবিন রহমান, সেনাবাহিনীর টহলের সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট শ্যামলী পরিবহন এবং রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ৬০০০ টাকা জরিমানা ধার্য করে। সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ ও জনমনে স্বস্তি এসেছে।