
ইউনুস-তারেক বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বর্তমান অন্তবর্তী সরকারে প্রধান উপদেষ্টা মোঃ ইউনুসের সঙ্গে রুদ্ধতার বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে
জানিয়েছেন সকল প্রস্তুতি ঠিক থাকলে ২০২৬ সালে রমজানের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। এজন্য সকলের আন্তরিক প্রচেষ্টার অগ্রগতি বাড়ানো দরকার। শুক্রবার দুপুরে প্রধান
উপদেষ্টার ফেইসবুক পেজে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
ভেরিফাইড ফেইজবুক পেজের বিবৃতিতে বলা হয়, অতি সুন্দর ও মনোরম পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের কাছে ২০২৬ সালের রমাজানের আগে নির্বাচন
আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও
সেই সময়টিকে উপযুক্ত সময় হিসেবে মনে করছেন। আগামীবছর এপ্রিলের প্রথমদিকেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সকল সংস্কার ও বিচারের
পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন।