
গুরুদাসপুরে বিএনপির দোয়া মাহুফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোরের গুরুদাসপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ (জুন) বৃহস্পতিবার বিকাল ৪ টায় ধারাবারিষা ইউনিয়নের শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওমর আলী শেখের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সিনিয়র ১ নং যুগ্ম আহবায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য মোঃ মশিউর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাডঃ মোঃ আব্দুল কাদের, নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাডঃ মোঃ শরিফুল হক মুক্তা, নাটোর জেলা বিএনপির সদস্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফ আলী।
এছাড়া গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, যদি ফ্যাসিবাদি সরকারের পতন না ঘটতো তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘুম ভেঙ্গে যেতো দুঃস্বপ্ন দেখে আর সকালে ঘুম ভাঙতো দুঃসংবাদ শুনে।
প্রধান বক্তার সঙ্গে মিল রেখে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ দলের ত্যাগী নেতা কর্মিদের অবদান তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন।