
অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
বৃহস্পতিবার ১২ জুন মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। সেখানে তিনি তার টি টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেন। গত ডিসেম্বরে তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু এ ব্যাপারে বিসিবি এবং সে নিজেও কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
আগামী ১৩ জুন (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন শান্তরা। এ কারণেই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসে তার টি টোয়েন্টি থেকে অধিনায়কের দায়িত্ব ছা্ড়ার সুস্পষ্টতা পাওয়া যায়।
একারণেই উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। শান্তর ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব পালন করছেন লিটন।
শান্ত বলেন- আমি আগে থেকেই বোর্ডকে জানিয়েছিলাম দায়িত্ব ছাড়ার কথা। কারণ আমি ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে নিজ থেকে এই দায়িত্ব ছেড়ে দিয়েছি। তিন ফরম্যাটের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যাটিংয়ে পারফরম্যান্স ভালো হচ্ছিল না। নিজের ব্যাটিং স্কিল বাড়াতে আপাতত টি-টোয়োন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েচি। আশা করি চাপমুক্ত পরিবেশে ভালো করতে পারবো।