
—ছবি মুক্ত প্রভাত
কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার গাবেরতল-ঠগেরহাটগামী রাস্তার বজরাতবকপুর গাবেরতল চৌধুরীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,ওই দিন বেলা প্রায় ১১টায় মৃত সাজু মিয়া গাবেরতল বাজারে যাওয়ার জন্য অটোরিক্সার জন্য অপেক্ষা করছিল। গাবেরতল বাজার থেকে আসা একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। মোটর বাইক চালকও এ সময় গুরত্বর অসুস্হ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম জানান,আমাকে এখনো জানানো হয়নি। মোঃ নজরুল ইসলাম সাবু চিলমারী,কুড়িগ্রাম।