
—ছবি মুক্ত প্রভাত
শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণে নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে। শিক্ষকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
অবসর ও কল্যাণ সুবিধার পাশাপাশি এখন থেকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হচ্ছে শিক্ষকদের।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এসব তথ্য জানান।
এই কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। পরশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে।
এই দুটি পরিকল্পনার মধ্যে- একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে, কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান। এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক। তা কমপক্ষে ৪০ হাজার টাকা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এখন শিক্ষকরা তাদের বেতন থেকে ১০ শতাংশ অবসর ও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যতেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন।’
সচিব বলেন, ‘সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সেই কথা বিবেচনা করে আমরা সেসব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় আনার চেষ্টা করছি।’