
অধিকাংশ উপদেষ্টা জুলাই চেতনা ধারণ করে না : মঞ্জুরুল ইসলাম
সরকারের অধিকাংশ উপদেষ্টা জুলাই চেতনা ধারণ করে না, এজন্য দেশের সংস্কারের গতি কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের (কেন্দ্রীয়) সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম।
সোমবার (৯ জুন) সকালে ছাত্রশিবিরের নাটোরের বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম হোসেন রনি। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরো বলেন, ‘আওয়ামী লীগ চলে গেলেও ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে। তাদের কেউ কেউ আগামী নির্বাচনে ভোট ডাকাতির চক্রান্ত করছে।
এক কথায় জেগে জেগে স্বপ্ন দেখছে। তাদের বলে দিতে চাই, এই দেশের মাটিতে আর কক্ষণো ভোট ডাকাতি করা সম্ভব নয়। যদি কেউ এমন অপচেষ্টা করেন তাহলে পার পাবেন না।’ এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারের সভপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা একেএম আফজাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলামসহ শতাধিক সাবেক-বর্তমান ছাত্রশিবির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।