
—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ ২:০ ভুটান
ভুটানকে ২-০ হোলে হারিয়েছে হামজার বাংলাদেশ। ৫৫ মাসের দীর্ঘ বিরতির পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে যখন ফের জ্বলে উঠল ফ্লাডলািইট, তখন শুধু একখণ্ড আলো নয়-আলোকিত হলো পুরো বাঙালির জাতির আবেগ।
ফুটবল ফিরে এসেছে তার তীর্থভূমিতে, আর সেই ফেরার ক্ষণকে স্মরণীয় করে রাখলেন এক নতুন বাংলাদেশি-হামজা চৌধুরী। দর্শকদের কণ্ঠে ধ্বনি- বাংলাদেশ! বাংলাদেশ!
সেই পুরোনো দিনের সুর যেন আবার ধ্বনিত হলো ঢাকার আকাশে। ভুটানকে ২-০ গোলে হারিয়ে ফুটবলের নিজ ভূমিতে ফেরার ক্ষণটাও হয়ে থাকল স্মরণীয়।
ম্যাচের মাতও ৬ মিনিট, কর্নার নিতে এগিয়ে গেলেন জামাল ভূঁইয়া। ভুটানের রক্ষণে খেলোয়াড়দের ভিড়। সেই ভিড়ের মধ্যে হামজা চৌধুরী নামের এক প্রাণপ্রাচুর্যে ভরা লড়াকুর নিখুঁত হেড, বল ছুঁয়ে গেল ভুটানের জাল। সেই সঙ্গে স্টেডিয়ামের বুক কাঁপানো গর্জন- এ যেন বহুদিন পর হারানো কিছু ফিরে পাওয়ার উল্লাস!
ইংল্যান্ডে জন্ম, লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের রঙিন জার্সি গায়ে চাপিয়ে ৫৭টি ম্যাচে খেলে ক্যারিয়ারের মাত্রিএকটি গোল করেছেন।
আর বাংলাদেশের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে পেলেন নিজের প্রথম গোল। সেই দিনে আবার বাংলাদেশের জয়। এ যেন প্রাণের উচ্ছ্বাস ফিরে বাঙালির প্রাণে।