
চিলমারীতে দুইদিন ধরে বিদ্যুৎ নেই- ছবি- সংগৃহিত
কুড়িগ্রামের চিলমারীতে প্রায় গোটা উপজেলায় বিদ্যুৎ নেই চব্বিশ ঘণ্টা ধরে, শুধুই উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ থাকলেও অধিকাংশ এলাকা অন্ধকারে থাকছে। জানা গেছে, উপজেলার রাজারভিটা, জোড়গাছ, গাবেরতল, শান্তিনগর, পুটিমারী কাজলডাঙ্গা, উত্তর রমনা ও রাণীগঞ্জ এলাকায় বিদ্যুৎ চব্বিশ ঘণ্টা ধরে নেই এসব এলাকায় জনদূর্ভোগ চরমে।
গতকাল মঙ্গলবার বিদ্যুৎ আসলেও তাও আবার আসা-যাওয়া করে। চিলমারী উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, ব্যাটারি চালিত রিক্সা ও ফ্রিজ নিয়ে পড়েছেন বিপাকে। গত দুই সপ্তাহ থেকে থেমে থেমে বৃষ্টি আর ভ্যাপসা গরমে বিদ্যুতের লুকোচুরি মানুষজন নাকাল হয়ে পড়েছেন।
রাজার ভিটা এলাকার মাওঃ আজিজুল হক জানান, চব্বিশ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে জন-জীবন অতিষ্ট হয়ে পড়েছে। মোবাইল ফোন ফ্রিজ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ যদিও আসে তা আবার ৫-১০ মিনিট থাকার পর চলে যায় এবং পরে আসা যাওয়া করতে থাকে।
এতে করে ইলেক্ট্রনিক জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। চিলমারী উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ জসিম উদ্দিন জানান, ঝড় বৃষ্টির কারণে গাছ পালা ভেঙ্গে বিদ্যুতের তারে পরায় ও বজ্রপাতের কারণে বিদ্যুতের সমস্য হচ্ছে। অতিসত্তর বিদ্যুতের সমস্যা দূর করা হবে।