
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলা ৩৩০ সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলদ চারা গাছ বিতরণ করা হয়েছে। বিজ শিক্ষা কর্মসূচির আওতায় ও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ধুনট শাখা কার্যালযের আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২টায় চারা গাছ বিতরণ উপলক্ষ্যে বিজ ধুনট শাখা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নূর নাহার।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিজের শেরপুর শাখার সাব-জোনাল ম্যানেজার মনোয়ার হোসেন, ধুনট শাখার শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ, ঋণদান কর্মসূচির ম্যানেজার সোহেল রানা, স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার মোজাহার আলী ও একাউন্টস অফিসার লাবনী আকতার ও কমিউনিটি মেডিকাল অফিসার নওশীন।
ফজলে রাব্বী মানু
০১৭১৩৯৩৯০২৮
০২.০৬.২০২৫