
—ছবি মুক্ত প্রভাত
১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ম্যাচটি শেষ হলো ১৬ বল বাকি থাকতেই। বাংলাদেশ হারল সিরিজের তৃতীয় ম্যাচটিও।
ব্যাটিংটা আজ বাংলাদেশ ভালো করেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে লিটন দাসরা তুলেছেন ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান।
১৭.২ ওভারে ৩ উইকেটে পাকিস্তান করেছে ১৯৭ রান করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ওপেনিং জুটিতে ১০.৪ ওভারে আসে ১১০ রান। জুটি ভাঙে ৩২ বলে ৪২ রান করে তানজিদ ফিরলে ৩ রান পরই ফিরেছেন পারভেজ ইমনও।
আউট হওয়ার আগে ৩৪ বলে ৬৬ রান করেছেন পারভেজ। মেরেছেন ৭টি চার ও ৪টি ছক্কা। এ ছাড়া লিটন দাস ১৮ বলে ২২ তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫ ও জাকের আলী ৯ বলে অপরাজিত ১৫ রান করেছেন।
রান তারা করতে নেমে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও হারিসের ৯২ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় তারা। সাইম ২৯ বলে ৪৫ রান করে আউট হয়েছেন। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন হারিস। ১৩ বলে ২৬ রান করেছেন নেওয়াজ।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর একটি নিয়েছেন তানজিম সাকিব। এই হারে পাকিস্তানের কাছে তিন ম্যোচের সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ।