
—ছবি সংগৃহিত
ফারুক আহমেদের ওপর অনাস্থা আনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
১৬তম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান পরিচালক ইফতেখার রহমান।
একই সভায় সহসভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়েছে।
গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুলকে পরিচালক করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সন্ধ্যায় এক বোর্ড সভায় তাকে সভাপতি নির্বাচিত করেছেন পরিচালকেরা।