
কক্সবাজার পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান
কক্সবাজার পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ৪৩ টি ভোট কেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ হাজার ৮১৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৪ হাজার ২৪৪ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১২ ওয়ার্ডের ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।