—ছবি সংগৃহিত
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ বেতন ভাতার টাকা উত্তোলন করতে পারবেন তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।
নাম প্রকাশ না করে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বেতনের জন্য ইতিমধ্যে জিও জারি হয়েছে। জিও জারির পর অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের অফিস এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেতে দুই দিন সময় লাগে। এর পরই সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ পাঠানো হবে। সে হিসেবে বৃহস্পতিবারের মধ্যে বেতন তোলার সুযোগ থাকবে।’
তিনি আরো বলেন, ‘যদি কোনো কারণে বৃহস্পতিবারের মধ্যে টাকা ছাড় না হয়, তাহলে সপ্তাহের শুরুতেই তা পাওয়া যাবে।