
নিরব সন্ধ্যায় দু্ই পাখির গল্প..
সন্ধ্যার নীলচে আকাশ। চারপাশে নেমে এসেছে এক প্রশান্ত নীরবতা। এই নিস্তব্ধতার মাঝেই বৈদ্যুতিক তারে বসে আছে কয়েকটি পাখি—নীরব, স্থির, আর গভীর কিছু ভাবনায় নিমগ্ন যেন তারা। বড় শহরের কোলাহল থেকে দূরে, এই দৃশ্য এক নির্মল প্রশান্তি এনে দেয় মনে।
ছবিটি যেন প্রকৃতির একটি মৌন কবিতা। ব্যস্ত জীবনের ক্লান্তি ছুঁয়ে যায় যখন, তখন এইরকম মুহূর্তগুলোই মানুষকে একটু থামিয়ে দেয়, ভাবতে শেখায় জীবনের ছোট ছোট সৌন্দর্য নিয়ে। পাখিগুলোর এভাবে সারি বেঁধে বসে থাকা শুধু একটি দৃশ্য নয়—এটি যেন একটি বার্তা, একটুকরো নিরব ভালোবাসা, যা প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আকাশের রঙে মিশে যাওয়া নীল ছায়া আর তারে বসা পাখিগুলোর নীরব উপস্থিতি মনে করিয়ে দেয়—শান্তি কখনো কখনো শব্দহীনতাতেই লুকিয়ে থাকে। এই ছবিটি শুধু এক মুহূর্তের নয়, বরং আমাদের হৃদয়ে বাজিয়ে দেয় প্রকৃতির সাথে সংযোগের এক অনন্য সুর।
লেখা ও ছবি:
মোঃ মাইনুল হাসান সীমান্ত