
—ছবি মুক্ত প্রভাত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার (২১ মে) দুপুরে আটক করেছে পুলিশ।
তারা সকলে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
আটককৃত চেয়ারম্যানরা হলেন—উড়িয়া ইউনিয়নের কামাল পাশা, কঞ্চিপাড়া ইউনিয়নের সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আব্দুল মান্নান আকন্দ এবং গজারিয়া ইউনিয়নের খোরশেদ আলম খুশু।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর এসব চেয়ারম্যানরা পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একাধিক মাধ্যমে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন।
এ অভিযোগের ভিত্তিতে ফুলছড়ি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।