
-ছবি মুক্ত প্রভাত
চলতি ইরি বোরো ধান চাল সংগ্রহ মৌসুমে উল্লাপাড়া সরকারি ক্রয় কেন্দ্রে ২০ দিনে ১৩৫ মেট্রিক টন ধান এবং ৬২৫ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে (১৯-০৫-২০২৫ পর্যন্ত)। গত ৩০ এপ্রিল উল্লাপাড়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই কার্যক্রমের উদ্ভোধন করেন।
উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম তালুকদার জানান, এ বছর ইরি বোরো মৌসুমে ১ হাজার ৩ শত ৭৪ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪‘শ ৭৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা রয়েছে। সরকারি ক্রয় কেন্দ্রে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা করে দর বেধে দেওয়া হয়েছে। একজন কৃষক তার উৎপাদিত ৩ টন ধান এককভাবে সরকারি ক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারবেন ।
তিনি বলেন, এ বছর উল্লাপাড়ায় ৪১ জন মিলালের সঙ্গে চাল ক্রয়ের চুক্তি করেছে খাদ্য বিভাগ। আরও কয়েকজন মিলার চুক্তিবদ্ধ হচ্ছেন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে ক্রয় কেন্দ্রে ধান চাল সংগ্রহের পরিমান সন্তোষজনক উল্লেখ করে খাদ্য নিয়ন্ত্রক বলেন, এ বছর তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তার প্রত্যাশা।