
—ছবি সংগৃহিত
৬ মাস পর গতকালকে লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর ব্যাট-বলে ভালো প্রত্যাবর্তন হয়নি তার। তবে তার ব্যার্থতার দিনে অবশ্য জয় দেখেছে লাহোর কালান্দার্স।
আর এই জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফে টিকে রইল দলটি। পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে দলটি।
দুই বছর পর পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন ম্যাজটি হতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ রাওয়ালপিন্ডিতে প্রথম ধূলি-ঝড় ও পরে বজ্র-বৃষ্টিতে ম্যাচটি নির্ধারিত সসময়ে শুরু হয়নি।
আবহাওয়া শান্ত হওয়ার পর ২০ ওভারের কাছে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৩ ওভারে। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে দেড় শ রানের লক্ষ্য দাঁড় করায় লাহোর।