
—ছবি মুক্ত প্রভাত
রিসাদ হোসেন পিএসএলে কয়েকটি ম্যাচ খেলে এখন জাতীয় দলে যোগ দিয়েছেন। তবে গতকাল থেকে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান।
এবার পাকিস্তানের এই সুপার লীগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডেকেছে একই দল লাহোর কালান্দার্স।
পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের আবেদন করেছেন মিরাজ। তার অনাপত্তিপত্র চাওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
নাফীস জানান, অনাপত্তিপত্রের জন্য আজ সকালে আবেদন করেছেন মিরাজ। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।