
-ছবি মুক্ত প্রভাত
নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ছয়তলার পূর্ব পাশে অবশেষে তাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ সপ্তাহ থেকেই তারা সেখানে নামাজ আদায় করতে পারবে। তাছাড়া নারী শিক্ষার্থীদের দাবি ছিল তাদের কমপক্ষে একটি আলাদা বাসে করে হলেও শহর পর্যন্ত নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা।
শিক্ষার্থীদের এই প্রয়োজনীয় দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।