
—ছবি মুক্ত প্রভাত
দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে জোরেসোরে।
প্রবাসী আয়ে একের পর এক রেকর্ড হচ্ছে। এরই মধ্যে গত মার্চ ও এপ্রিল মাসে দেশের ইতিহাসের একক কোনো মাসে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
চলতি মাসেও প্রবাসী আয়ের ধারায় যেন নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে। মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।
দেশে প্রতিদিন এই হিসেবে গড়ে ৯ কোটি ৪৭ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। চলতি মাসে এ ধারা অব্যাহত থাকলে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
আচ রোববার (১৮মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।