
ধুনটে মামলার বাদির কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে মামলার বাদি এক গৃহবধূর কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী উপজেলা কৃষকদলের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলা কৃষকদলের সভাপতি মাঠপাড়া গ্রামের শামিম আহম্মেদসহ ৫ জনের বিরুদ্ধে ১০ মে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন একই এলাকার বিলকাজুলী গ্রামের সুবাস সরকারের স্ত্রী আলো রানী সরকার।
বাদি ওই মামলায় উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে কৃষকদল নেতার সাথে বাদির ছেলের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে কৃষকদল নেতা বাদির ছেলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত বাদি তাকে টাকা দিতে অস্বীকার করেন।
এ অবস্থায় ৩ এপ্রিল সন্ধ্যায় বাদি ও তার স্বামী জমি বিক্রয়ের ৪ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে মাঠপাড়া গ্রামে পৌছলে কৃষকদল নেতা ও তার লোকজন টাকা কেড়ে নেয়।
এদিকে থানা থেকে চাঁদাবাজির ওই মামলা তুলে না নেয়ায় ১১ মে কৃষকদল নেতা লোকজন নিয়ে আলো রানীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে আলো রানীর কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষকদলের সভাপতি শামিম আহম্মেদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
মামলা তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, বাদির কাছ থেকে স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।