
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাইয়ের জন্য বুধবার বিকেলে একটি প্রতিনিধি দল এই ঘাট পরিদর্শন করে।
ইকিউএমএস কনসালটিং লিমিটেড বাংলাদেশের কনসালটেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান ও হৃদয় হাসান খেয়াঘাটে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। তারা নদীর দুইপাড় এবং সেতু নির্মানের সম্ভব্য স্থান ঘুরে দেখেন।
এসময় এলাকার লোকজন তাদেরকে জানান, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত রামকান্তপুর ঘাটে একটি সড়ক সেতু নির্মানের জন্য অন্ততঃ ২০ গ্রামের মানুষ বহুবার আবেদন জানিয়েছেন। কিন্তু কোন জনপ্রতিনিধি তাদের আবেদন আমলে নেয়নি। তাই তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাছে এখানে তাদের বহু কাঙ্খিত সড়ক সেতু নির্মানের দাবি জানান।
স্থানীয়দের পক্ষে কনসালটেন্টদের সঙ্গে কথা বলেন, রামকান্তপুর গ্রামের আনিছুর রহমান লিটন, জাহাঙ্গীর আহসান, আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, আজমল হক, মুকুল হোসেন, বেলাল সরকার, পলাশ সরকার ও শিক্ষার্থী মেহেদী হাসান, ওমর ফারুক।
ইকিউএমএস কনসালটিং লিমিটেড বাংলাদেশের কনসালটেন্ট হৃদয় হাসান উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, রামকান্তপুর ঘাটে তারা একটি সড়ক সেতু নির্মানের যৌক্তিকতা খুঁজে পেয়েছেন।
এখানে রয়েছে সেতু নির্মানের উপযুক্ত পরিবেশ এবং সেতুটি নির্মাণ করা গেলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের দুভোর্গ নিরসনের পাশাপাশি শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি এলজিইডি কর্তৃপক্ষকে এ ব্যাপারে একটি ইতিবাচক প্রতিবেদন জমা দেবেন বলে উল্লেখ করেন।