
—ছবি মুক্ত প্রভাত
বাংলা বিভাগের প্রথম বর্ষ থেকে মাষ্টার্স পর্যন্ত ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহৎ আকারে অনুষ্ঠিত হয়েছে আজকের চড়ুইভাতি। বিশেষ কার্যক্রম শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান আব্দুর রহমান সাগর স্যার,সানজিদা হক মিশু ম্যাম, ছাত্রকল্যাণ সম্পাদক জয়নাব বিনতে হোসেন ম্যাম এবং মুক্তা ম্যাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাংলা বিভাগের চেয়ারম্যান স্যার একটি উদ্বোধনী বক্তব্য দেন। বক্তব্যে তিনি সবার শুভ কামনা করেন।
এরপর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কৌতুক ও বিভিন্ন পারফরম্যান্স করে। বাংলা বিভাগের অন্যতম শিক্ষিকা সানজিদা হক মিশু ম্যামের তনয়া মোছাঃ সন্ধি খাতুন কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন।
একাদশ ব্যাচের পক্ষ থেকে কবিতা আবৃত্তি ও গান করেন লাবণ্য বিশ্বাস ও কাকন সাহা। তাছাড়াও বিদ্রোহী কবিতা আবৃত্তি করে সকলের মাতিয়ে তোলেন তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী।