
—ছবি সংগৃহিত
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহম্মেদ সোমবার রাত সোয়া নয়টার দিকে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জিানিয়েছেন।
আখতার আহমেদ বলেন, ‘ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রিতম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট পেয়েছি।’
এর আগে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়ে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শনিবার রাত ১১টার দিকে ওই ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসময় তার সাথে ছিলেন পারিবেশ উপদেষ্টা রিজওয়ানা হক।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষষণা দেন হাসনাত আবদুল্লাহ।
ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।