
—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে 'পানির সংকট নিরসনে করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকালে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সুপেয় পানি সবার অধিকার, অবৈধ সেচ পাম্প বন্ধ, দখল দূষণে ভরাট হওয়া খাল সংষ্কার, অবৈধ দখলকৃত পুকুর জলাশয় উদ্ধার করে সংষ্কার,বরো মৌসুমে বিকল্প পানির উৎস সৃষ্টি, পরিকল্পনা অনুযায়ী গভীর নলকূপ স্থাপন,পানি নিষ্কাসনের ব্যবস্থা সচল করণ, অবৈধ ফুটপাত দখল, অবৈধ পাকিং ও দখলমুক্ত, খাস জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ, অপরিকল্পিত মৎস্য চাষ বন্ধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংষ্কার, উপজেলা পরিষদে স্বৈরাচারের দোসর মুক্ত করা, সড়ক গুলোর নিম্নমানের সামগ্রী ব্যবহার না করে টেকসই উন্নয়ন পর্যবেক্ষণ টিম গঠণ, যৌক্তিক দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা আদায়ের লক্ষ্যে জোর দাবি জানান বক্ত্যারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ মিয়ান (সচিব) কৃষি মন্ত্রনালয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল আহসান (সচিব) পানি সম্পদ মন্ত্রনালয়, প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ প্রধান প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ছাইফুল আলম (মহাপরিচালক) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মোঃ হাবিবউল্ল্যাহ্ (পরিচালক) প্রশাসন ও অর্থ।
আরো উপস্থিত ছিলেন, মো. হালিম সালেহী,নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী, মোঃ আহসান হাবিব নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নোয়াখালী, ড. মীরা রানী দাস (উপপরিচালক) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী। উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, নোয়াখালী শহরে জলাবন্ধতা দূর করণে আমরা ইতিমধ্যে অনেক গুলো খাল সংষ্কার করেছি, ফুটপাত দখল মুক্ত করেছি। আমি কথা দিলাম সুবর্ণচরে আপনাদের সুপেয় পানির সমস্যা গুলো শুনেছি, মুক্ত আলোচনা হয়েছে বিস্তর।
এছাড়াও অবৈধ সেচ পাম্পের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা, খাল,পুকুর সংষ্কার, দখল মুক্ত করতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। খাস জমি উদ্ধারে আপনারা তথ্যে দিয়ে সহায়তা করুন আমরা পদক্ষেপ নিবো।