
পাকিস্তানের তিন বিমানঘাটিতে ক্ষেপনাস্ত্র হামলা
পাকিস্তানের তিন বিমান ঘাটি লক্ষ করে হামলা চালিয়েছে ভারত। আজ শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাজধানীর ইসলামাবাদের উপকন্ঠের বিমান ঘাটিতে হামলা চালায় ভারত।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধের সংঘাতে জড়িয়ে পড়ছেন ভারত-পাকিস্তান। টানা তিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফের তাদের সরকারি টেলিভিশনে এসে দাবি করে বলেন, আমাদের বিমান ঘাটি লক্ষ করে ভারত ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে কিন্তু তার অধিকাংশ ক্ষেপনাস্ত্র ভূপাতিত করা করতে সক্ষম হয়েছে পাকিস্তান। আমোদের কোনো উড়োজাহাজ বা বিমানের ক্ষতি হয় নি।
দ্বিতীয় বিমান ঘাটি হলো রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাটি। এটি শহরের দশ কিলোমিটার দূরে অবস্থিত। এ হামলার পর পরই পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ ভারতকে হুশিয়ারি দিয়ে বলেন এর মক্ষম জবাব পাবে ভারত। ভারত তার সীমা লঙ্ঘণ করেছে। তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারত-পাকিস্তান বিমান হামলার পর দুই দেশে ৫০-৫৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বেশি নিহত হয়েছে পাকিস্তানের। গত ২২ এপ্রিল পেহেল গ্রামে বন্দুকধারীদের গুলিতে ভারতের ২৬ জন নিহত হয়।