
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়।-ছবি মুক্ত প্রভাত
শনিবার উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রনোদনা কৃষকদের হাতে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানভীর ইমাম এমপি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী জানান, রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনার আওতায় উল্লাপাড়ার ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।