
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনটে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে বিসিআইসি ডিলারের ১টি সারের গুদাম, ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৮১ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এলাঙ্গী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রবিবার সকাল ১১টায় ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরেশ চন্দ্রের বাসার রান্না ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগার তথ্য পাওয়া গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী বাজারে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারের দক্ষিন পাশে পারেশ চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ীর বাসার রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এতে ওই বাসার আসবাবপত্র ও পণ্য সামগ্রী পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মহুর্তের মধ্যে ওই বাসার পাশে মোজাজ্জফর রহমানের মালিকানাধীন মেসার্স মেছের এন্টারপ্রাইজ নামে বিসিআইসি ডিলারের সারের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই গুদামে রক্ষিত বিভিন্ন ধরনের সার পুড়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া একই স্থানে অবস্থিত আব্দুল মান্নানের মেসার্স হক ট্রেডার্স এন্ড মেশিনারিজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের ২৮ লাখ টাকা, সোহেল রানার সোহেল কসমেটিক্সের দোকানে ১৪ লাখ টাকা ও রফিকুল ইসলামের মেসার্স তিন ভাই মেশিনারিজ ও স্টোর পুড়ে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে বাজার এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছিল। এসময় আইন-শৃঙ্খলার কোন প্রকার অবনতি হয়নি।