
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। -ছবি সংগৃহিত
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট ক্রয়ে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৮ দিনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাকির হোসেন গালিবের আদালতে পুলিশের প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ ধার্য করা হয়েছে। আগামী ১৮ মে এ সংক্রান্ত প্রতিবেদন জমার জন্য নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও আদালতের প্রস্টিটিউশন বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি বলেন, আদালতে প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও পুলিশ নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে আরও একটি ধার্য তারিখ দেয়া হয়েছে। আগামী ধার্য তারিখে পুলিশ প্রতিবেদন দাখিল করতে পেয়েছে।