
নাটোর: সেবিকার পোশাক পরে নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরি করেন এই নারী।-ছবি মুক্ত প্রভাত
সেবিকার পোশাক পরে নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরি করে পালিয়েছেন এক নারী। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে অচেনা এক নারী চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে দাদুর কোল থেকে নবজাতকটি চুরি করেন।
নবজাতকটির পরিবার জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলা মহিষডাঙ্গা গ্রামের ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনার প্রসব ব্যথা উঠলে গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
এর কিছুক্ষণ পর তিনি একটি মেয়ে শিশু জন্ম দেন। আজ দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী নবজাতককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যায়। এরপর শিশুসহ নিরুদ্দেশ হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নবজাতক হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।
হাসপাতালের দায়িত্বরত গাইনি ওয়ার্ডের নার্স মাহফুজা খানম জানান, তাঁরা তাঁদের কক্ষে দায়িত্বরত ছিলেন। হঠাৎ শিশুর দাদি এসে তাঁকে জানান তাঁদের বাচ্চা ডাক্তার এসে নিয়ে গেছেন আর পাচ্ছেন না। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।
শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ